স্বাধীনতা তুমি আমার প্রভুর দেওয়া সেরা উপহার,
তাই তোমায় মন প্রান উজাড় করে দেই ভালবাসার হার।
সুজলা সুফলা শস্য শ্যামলা এক দেশ দিলে আমায়,
সবুজ মাঠের সবুজ গালিচায় সবুজ পাহাড়ের গায়,
দেহখানি হেলিয়ে ব্যাথিত বুকের ব্যাথা ভুলাও আমায়।।
পবিত্র স্বাধীনতা,ঐ জালিমরা জুলুম করে তোমার বুক করছে রক্তাত্ত,
প্রতিবেশী দেশের সাথে পরকীয়ায় মত্ত হয়ে তোমায় করছে অপবিত্র ।
আমার সন্তানরা পতাকার মান রক্ষার্থে ঠেলে দিচ্ছে বুকের উষ্ণরক্ত।
জালিমদের দেশ ছাড়া করে তারপর ঘরে ফিরবে বলে মাকে দেয়শর্ত।
মা কেন্দে বুক ভাসায়ে বলে,পতাকার মান রক্ষার্থে হও তোরাঐক্যবদ্ধ।
,বলো স্বাধীনতা কেন ?
তুমি ভাই স্বামী সন্তানদের মেরে পিলখানাকে বানালে গোরস্থান,
অন্ন,বস্ত্র,বাসস্থানের খোজে বৃদ্ধ মা বাবা শিশুদের ফুটপাতে অবস্থ্যান,
স্বাধীন ভাবে সত্য ন্যায়নীতির কথা বলাতে মরছে মজলুমসন্তান,
কোরানের সুন্নাহর পথে ডাকার অপরাধে জেলে নেতাদের বাসস্থান।
বাকস্বাধীনতা কেড়ে নিয়ে পরাধীনতার জিঞ্জিরায় বন্ধি অন্তরস্থান,
তুমি সব কেড়ে নিয়ে করেছ মোদের দেহপ্রানে ক্ষতবিক্ষত স্থান।
্
তাও বলছি ,সত্যি আমি তোমায় ভালবাসি,
তা বার বার হৃদয়ে কালি দিয়ে লিখে লিখে কলমটা হল ক্লান্ত।
তাই আজকের মত তোমায় বিদায় জানায়ে লেখা করলাম সমাপ্ত।
—
সাহিত্য
সত্যি আমি তোমায় ভালবাসি
ব্লগটি লিখেছেন: parvinsultana
| ২৪ এপ্রিল ২০১৪
স্বাধীনতা তুমি আমার প্রভুর দেওয়া সেরা উপহার,
তাই তোমায় মন প্রান উজাড় করে দেই ভালবাসার হার।
সুজলা সুফলা শস্য শ্যামলা এক দেশ দিলে আমায়,
সবুজ মাঠের সবুজ গালিচায় সবুজ পাহাড়ের গায়,
দেহখানি হেলিয়ে ব্যাথিত বুকের ব্যাথা ভুলাও আমায়।।
পবিত্র স্বাধীনতা,ঐ জালিমরা জুলুম করে তোমার বুক করছে রক্তাত্ত,
প্রতিবেশী দেশের সাথে পরকীয়ায় মত্ত হয়ে তোমায় করছে অপবিত্র ।
আমার সন্তানরা পতাকার মান রক্ষার্থে ঠেলে দিচ্ছে বুকের উষ্ণরক্ত।
জালিমদের দেশ ছাড়া করে তারপর ঘরে ফিরবে বলে মাকে দেয়শর্ত।
মা কেন্দে বুক ভাসায়ে বলে,পতাকার মান রক্ষার্থে হও তোরাঐক্যবদ্ধ।
,বলো স্বাধীনতা কেন ?
তুমি ভাই স্বামী সন্তানদের মেরে পিলখানাকে বানালে গোরস্থান,
অন্ন,বস্ত্র,বাসস্থানের খোজে বৃদ্ধ মা বাবা শিশুদের ফুটপাতে অবস্থ্যান,
স্বাধীন ভাবে সত্য ন্যায়নীতির কথা বলাতে মরছে মজলুমসন্তান,
কোরানের সুন্নাহর পথে ডাকার অপরাধে জেলে নেতাদের বাসস্থান।
বাকস্বাধীনতা কেড়ে নিয়ে পরাধীনতার জিঞ্জিরায় বন্ধি অন্তরস্থান,
তুমি সব কেড়ে নিয়ে করেছ মোদের দেহপ্রানে ক্ষতবিক্ষত স্থান।
্
তাও বলছি ,সত্যি আমি তোমায় ভালবাসি,
তা বার বার হৃদয়ে কালি দিয়ে লিখে লিখে কলমটা হল ক্লান্ত।
তাই আজকের মত তোমায় বিদায় জানায়ে লেখা করলাম সমাপ্ত।
—
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৬)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৪)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1908 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 1788 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 1634 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 1621 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 1560
অনলাইনে আছেন:
জনপ্রিয় ট্যাগসমুহ:
সম্পর্কিত ব্লগ
জুলাই ২০২৪
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
শুকনোপাতার কথামালা-৫
শুকনোপাতার রাজ্য
২৪ জুন ২০২৫
শুকনোপাতার কথামালা-৪
শুকনোপাতার রাজ্য
১৬ মে ২০২৫
শুকনোপাতার কথামালা-৩
শুকনোপাতার রাজ্য
১৯ মার্চ ২০২৫
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
আসুন আমাদের দাম্পত্ত জীবনটা মধুময় করতে চেষ্টা করি।
পারভীন সুলতানা
১৬ সেপ্টেম্বার ২০১৪
শেষ পর্যন্ত লাভলীর প্রবাসী স্বামী আজ তালাকনামা পাঠ...
পারভীন সুলতানা
১৬ সেপ্টেম্বার ২০১৪
“আমাতে মিশে আছ তুমি ”
পারভীন সুলতানা
৭ সেপ্টেম্বার ২০১৪
হে বন্ধু! সত্যিই কি তুমি চলে যাচ্ছ ?
পারভীন সুলতানা
২৭ জুলাই ২০১৪
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)